মেয়েরা প্রেমে পড়লে কেমন আচরণ করে?
আমার প্রেমিকা ছিলো ৩ বোনের মধ্যে সবার ছোট, সবচেয়ে বেশি কথা বলতো ও কম পড়ালেখা করতো। যদিও আমার সখ্যতা ছিলো মেধাবী বড় বোনের সাথে। কিভাবে যেন চিঠিটা হাত বদল হয়ে গেলো ছোট পরীর মতো মেয়েটার সাথে জানিনা। সে এক অন্য গল্প।
প্রেমিকার কাছ থেকেই শোনা, তার বাবা নাকি বলতে শুরু করলো, আমার ” কথা মালা ” মেয়েটি হঠাৎ কথা কমিয়ে চুপচাপ হয়ে গেলো কেন?
দুস্টু মেয়েটা কেন সারাদিন বই নিয়ে বসে থাকে ( যেহেতু আমি পড়াশোনায় ভালো ছিলাম বলে তারও ইচ্ছা হল ভালো ছাত্রী হওয়ার)।
মোটামুটি মানের হাতের লেখা তার সুন্দর হয়ে গেলো নির্ভুল চিঠি লিখতে লিখতে, মুক্তোর মত অক্ষর ছিলো প্রতিটা বর্ণ, দাঁড়ি, কমা, নিখুঁত স্পেস। গোলাপ আর কৃসেনথিমাম ফুলের পাঁপড়ি আঁকা থাকতো প্রতি প্যারার ফাঁকে ফাঁকে।
অন্য বোনদের লিপস্টিক মেক আপ নিয়ে সাজতে চেষ্টা করতো যা আগে কখনো করতোনা, ফলে বোনেরাও সন্দেহ শুরু করলো। মোটা সোটা মেয়েটা হঠাৎ স্লিম হতে শুরু করলো, নিজেই বলতো হাতির জন্য তুমি এতো খাওয়া কোথায় পাবে।
সে বুঝতে পারছে অন্যরা তার আচরণ পরিবর্তনে অবাক। তার বাবা বাংলার অধ্যাপক ছিলো বলে, চিঠির শেষে আমার জন্য বাংলা একটি কঠিন শব্দ থাকতো অর্থ বলার জন্য , যেমন লেঙ্গুর, বায়স বা বরাহ বা সংশপ্তক কি, এমন কিছু?
অন্য বোনদের অবাক করে সে যখন মফস্বল শহর হতে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভালো বিষয়ে সুযোগ পেলো, অন্যরা না জানলে ও আমি জানতাম আমার কাছাকাছি আসার জন্যই তার এতো প্রচেষ্টা।