মেশ টপোলজি কি ?
মেশ টপোলজি কি জানতে চাই?
Add Comment
যদি কোন নেটওয়ার্ক ডিভাইস বা পিসি সমূহের মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে, তাহলে তাকে বলা হয় মেশ টপোলজি । অধিকাংশ মেশ টপোলজি নেটওয়ার্ক সত্যিকারের মেশ নেটওয়ার্ক নয়। এরা আসলে হাইব্রিড Hybrid মেশ নেটওয়ার্ক। এতে শুধু কয়েকটি অতিরিক্ত বা অপ্রয়োজনীয় লিংক থাকে। এতে ডেটা কমিউনিকেশন অনেক বেশি নিশ্চয়তা নেটওয়ার্ক সমস্যা খুব সহজে সমাধান করা যায়,তাকেই মেশ টপোলজি বলে।