মেয়েদের প্রতি আকর্ষণ কমাবো কী করে?
মেয়েদের প্রতি আকর্ষণ কমাবো কী করে?
Add Comment
ছেলে হিসেবে বয়ঃসন্ধিকালে মেয়েদের প্রতি আকর্ষণ থাকা খুব স্বাভাবিক।এটা নিয়ে এত দু:শ্চিন্তার কিছু নেই। মেয়েদের সাথে তুমি এখনই যে প্রেমের সম্পর্কে জড়াতে চাচ্ছো না, এটা খুবই ভাল সিদ্ধান্ত। মেয়েদের সাথে বন্ধুর মত মিশবে। বন্ধুত্বের সীমা মেনে চলার চেষ্টা করবে, যদি প্রেম করতে না চাও। এ বয়সে অল্পতেই যেমন যে কাউকে ভাল লাগে, তেমনি খুব অল্পতেই সে ভাল লাগা কেটেও যায়। মনে রেখো, তোমাকে তুমি নিজেই সব চেয়ে বেশি ভালবাসো।