মোবাইলের RAM এর কাজ কী?
মোবাইলের RAM এর কাজ কী?
Add Comment
RAM হচ্ছে Random Access Memory। এই মেমোরি স্থায়ী না। যতক্ষণ বিদ্যুৎ থাকে, ততক্ষণ এই মেমোরি থাকে। বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেই সব ফাঁকা।
যখন কম্পিউটার/মোবাইল কোন প্রোগ্রাম রান করে বা কোন ফাইল অ্যাকসেস করে তখন সেগুলো হার্ডডিস্ক থেকে র্যাম এ নিয়ে আসে। কারণ, র্যাম হার্ডডিস্কের চেয়ে অনেক বেশি ফাস্ট। তাই প্রসেসর সেখান থেকে সহজেই সেই তথ্যগুলো নিয়ে ব্যবহার করতে পারে।
আপনার মোবাইলের র্যাম যদি বেশি ব্যবহার হয়, তখন আপনার মোবাইলের performance স্লো হয়ে যাবে। তখন আপনি আপনার মোবাইল স্মুথলি ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে তখন আপনাকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে দিতে হবে। তখন আবার আপনার মোবাইলের স্বাভাবিক পারফর্ম্যান্স ফিরে পাবেন।
ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন :
শাব্বির আলম
কম্পিউটার ইঞ্জিনিয়ার।