মোবাইল এ চার্জ কম থাকলে রেডিয়েশন বেশি হয় এই ধারনাটা কতটুকু যুক্তিসঙ্গত?

মোবাইল এ চার্জ কম থাকলে রেডিয়েশন বেশি হয় এই ধারনাটা কতটুকু যুক্তিসঙ্গত?

Add Comment
1 Answer(s)

    প্রথমেই ডিজিটাল ইলেকট্রনিক্স এর দিক থেকে দেখি – মোবাইল ফোনের ব্যাটারীর ভিতরে ছোট একটি সার্কিট থাকে যা ব্যাটারী সম্পর্কে কিছু তথ্য দিয়ে থাকে | একারণেই দেখবেন মোবাইল ফোনের ব্যাটারীর টার্মিনাল ৩টি/৪টি | দুইটি হলে +ve ও -ve টার্মিনাল আর বাকিগুলো ইনফরমেশনের জন্য | ফোন এই ইনফরমেশন টার্মিনাল ব্যবহার করে বুঝতে পারে যে আর কতক্ষণ চলবে | এছাড়াও এই সার্কিট ফোনে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই দেয় – তার মানে চার্জ কমে গেলেও ফোন তার দরকার মত ভোল্ট এবং amp পেয়ে থাকে | যখন চার্জ খুব কমে যায় এবং ফোনকে তার দরকার মত পাওয়ার সাপ্লাই দিতে পারবে না – ব্যাটারী তার ইনফরমেশন টার্মিনাল দিয়ে খবর দেয় যে চার্জ শেষ – কিন্তু মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করলে দেখা যাবে হয়ত অল্প হলেও চার্জ রয়েছে | এই কাজটি করা হয় যাতে ফোনটি সবসময় নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই পেয়ে থাকে শেষ মুহূর্ত পর্যন্ত | টর্চের ব্যাটারীর পাওয়ার কমে আসলে যেমন এর আলো কমে যায়, সেরকম ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই ব্যবস্থা | এর সাথে প্রশ্নের সম্পর্ক হলো – এই সিস্টেমের জন্যই ফোনের কোনো যায় আসে না যে চার্জ কতটুকু আছে | ব্যাটারীর চার্জ শেষ হওয়া পর্যন্ত ফোন তার দরকার মত ভোল্ট ও amp পেয়ে থাকবে | এখন দেখি রেডিয়েশন বেশি হওয়ার মানে তা কি: রেডিয়েশন বলতে আমরা বুঝি যে ফোনটির মধ্যে যে রেডিওগুলি রয়েছে (ভয়েস এবং ডাটা) সেগুলি একটিভ মোডে রয়েছে | সাধারণত ব্যবহার না করলে ফোনের রেডিওগুলি Passive মোডে থাকে – তার মানে রিসিভ মোডে থাকে এবং সময় সময় একটি করে পালস বেস স্টেশনে পাঠিয়ে থাকে | আজকালকার স্মার্ট ফোনগুলির ডাটা রেডিও আর একটু একটিভ থাকে – বিশেষ করে যদি ইমেল এপ্লিকেশন থাকে – ব্যবহার না করা সত্বেও প্রতি কয়েক মিনিট পর পর ডাটা রেডিওটি একটিভ হয় | এখন এই ফোনের রেডিও একটিভ হওয়ার সাথে ব্যাটারীর চার্জের কোনো সম্পর্ক নেই – কারণ রেডিও করছে তার কাজ, বেস স্টেশনের সাথে যোগাযোগ, নোটিফিকেশন পাওয়ার জন্য ‘শুনতে’ থাকা এবং ইমেল ডাউনলোড | এখন যদি ব্যাটারীর চার্জ কমে যায় – ফোনটি কি বেস স্টেশনের সাথে যোগাযোগ বাড়িয়ে দিবে? এর তো কোনো কারণ নেই | ইমেল ডাউনলোড কি বাড়িয়ে দিবে – কারণ চার্জ এখন কম? এই কাজ করারও তো কোনো কারণ নেই | তাহলে মোবাইলে চার্জ কম থাকলে রেডিয়েশন বাড়বে কথার কোনো যুক্তি নেই | যখনই বাজারে নতুন কোনো প্রযুক্তি আসে, এ নিয়ে অনেক ভুল কথা মানুষ ছড়িয়ে থাকে – এই কথাটির তারই একটি |

    Professor Answered on March 10, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.