মোবাইল ডিজাইন, অপারেটিং সিস্টেম তৈরি নিয়ে পড়তে চাই, কী করব?

    মোবাইল ডিজাইন, অপারেটিং সিস্টেম তৈরি নিয়ে পড়তে চাই, কী করব?

    Vice Professor Asked on November 8, 2016 in সাধারণ.
    Add Comment
    1 Answer(s)

      আসসালামু আ’লাইকুম। আপনার SSC background যেহেতু কমার্স এবং এখনো যেহেতু আপনি Business Studies নিয়ে পড়াশুনা করছেন, তাই আপনি বাংলাদেশে Science Discipline নিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারবেন না। বিদেশের অনেক ভার্সিটিতে এমন সুযোগ আছে। তবে সেখানে আগে এক বছর Foundation course করতে হবে। আমি একটা ভার্সিটির নাম ও লিংক দিচ্ছি। এই লিংকে আপনি বিস্তারিত পাবেন।

      University of East London
      ওয়েবসাইট : https://www.uel.ac.uk/

      Operating System তৈরি করা বা ডিজাইন করা স্বাভাবিকভাবেই অনেক বিশাল একটি কাজ। এ ধরণের কাজের জন্য আপনাকে খুব ভালো প্রোগ্রামিং জানতে হবে। এক্ষেত্রে Computer Science & Engineering এ উচ্চতর ডিগ্রী থাকলে আপনার জন্য সুবিধা হবে।

      Professor Answered on November 8, 2016.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.