মোবাইল ফোন খুব গরম হয় কেন?
মোবাইল ফোন খুব গরম হয় কেন জানতে চাই?
Add Comment
সাধারণত কম বেশি সব স্মার্ট ফোন গরম হয়ে থাকে। স্মার্ট ফোন গুলো গরম হওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকে। যেমন,
প্রসেসর: মোবাইল ফোন গরম হওয়ার মুল কারণ হচ্ছে, প্রসেসর। কারণ আপনি ফোন ব্যবহার করেন বা না করেন প্রসেসর কিন্তু চলমান অবস্থায় থাকে।
ব্যাটারি: বর্তমান মোবাইল ফোনের ব্যাটারি পাতলা বা হালকা হবার কারণে মোবাইল ফোন বেশ গরম হয়।
গেম: সাধারণত আমরা মোবাইলে ফোন বেশি সময় ধরে গেম খেলে থাকি। বেশি সময় যাবত খেলার জন্য ফোন গরম হয়।
স্মার্ট ফোন বেশি গরম হওয়ার ফলে আপনার ফোনের কর্ম ক্ষমতা কমে যেটে পারে কিংবা আপনার ফোন চলতে চলতে বন্ধও হতে পারে।