মোবাইল বারবার হ্যাং হয়ে যায়, নেট স্পিডও কম, কী করবো?
মোবাইল বারবার হ্যাং হয়ে যায়, নেট স্পিডও কম, কী করবো?
ইলেক্ট্রনিক ডিভাইস সাধারণত পুরোন হয়ে গেলে নতুনের মত সার্ভিস দেয় না। মোবাইলের ক্ষেত্রে এ কথাটা আরো বেশি প্রযোজ্য। এক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হলো-
১। অনেকসময় Memory card এ সমস্যা থাকলে ফোন হ্যাং হয়। তাই Memory card খুলে ফোনটা ব্যবহার করে দেখুন।
২। আপনার Phone memory থেকে ফটো, মিউজিক, ভিডিও, ওয়ালপেপার, ই-বুক এসব Memory card এ সরিয়ে ফেলুন।
৩। Nokia PC Suite ব্যবহার করে sms backup নিন। এরপর ফোন থেকে অতিরিক্ত ম্যাসেজগুলো ডিলিট করে দিন। এতেও আপনার Phone memory কিছুটা খালি হবে।
৪। সাধারণ এবং হালকা Theme ব্যবহার করুন। Theme ভারি হলে, মোবাইল এর ফাংশন স্লো হওয়ার সম্ভাবনা থাকে।
৫। যদি আপনি কোন app install করে থাকেন তাহলে সেটা phone memory তে ইন্সটল না করে memory card এ করুন।
৬। অপ্রয়োজনীয় app remove করুন