ম্যালেরিয়া, টাইফয়েড জ্বরের লক্ষণ গুলো কি কি?
ম্যালেরিয়া, টাইফয়েড জ্বরের লক্ষণ গুলো কি কি?
Add Comment
ম্যালেরিয়া জ্বরের লক্ষণঃ-
- প্রথম দিকে মাথাধরা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, অনিদ্রা ইত্যাদি লক্ষণ দেখা দেয়।
- দ্বিতীয় পর্যায়ে রোগীর শীত শীত অনুভূত হয় এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে।
- জ্বর১০৫°-১০৬° ফারেনহাইট পর্যন্ত হতে পারে।
- কয়েক ঘণ্টা পর জ্বর কমে যায়। পরে আবার আসে। ৪৮ ঘণ্টা পর পর কাঁপুনি দিয়ে জ্বর আসা Plasmodium vivax দ্বারা সৃষ্ট ম্যালেরিয়ার প্রধান লক্ষণ।
- তৃতীয় পর্যায়ে রোগীর দেহে জীবাণুর সংখ্যা অসম্ভব ভাবে বেড়ে গেলে দ্রুত রক্তে লোহিত রক্ত কণিকা ভাঙতে থাকে, ফলে রক্তশূন্যতা দেখা দেয়।
- যকৃত বড় হয় ও সংক্রমিত হয়।
- প্লীহা, মস্তিষ্ক আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু ঘটতে পারে।
টাইফয়েড জ্বরের লক্ষণঃ-
- শুরুর দিকে চাপা অস্বস্তি, মাথাব্যথা, ঝিমঝিম করা, শরীরময় ব্যথা ইত্যাদি অনুভূত হয়।
- সাধারণত জ্বর একটু বাড়ে।
- ডায়রিয়া বা বমি হতে পারে।
- কখনো কোষ্ঠকাঠিন্যও হতে পারে।
- পেটের ওপরের দিকে বা পিঠে লালচে দাগ হতে পারে।
- রোগী প্রলাপ বকতে পারে, এমনকি অচেতনও হতে পারে।
- ওষুধ চলা অবস্থায়ও সপ্তাহ খানেক জ্বর থাকতে পারে।