যন্ত্রণাদায়ক মাসিকের কারণ কি?

যন্ত্রণাদায়ক মাসিকের কারণ কি?

Add Comment
1 Answer(s)

    ডিসমেনোরিয়া হলো ঋতুকালীন কষ্ট বা যন্ত্রণাদায়ক মাসিক৷ মাসিক শুরু হওয়ার আগে থেকে বা মাসিকের শুরুতে অথবা মাসিক চলাকালীন তলপেটের ভীষণ ব্যথা বা যন্ত্রণাই হলো ডিসমেনোরিয়া৷ সাধারণত অল্পবয়সী মেয়েদের এ ধরনের ব্যথা বেশি হয়ে থাকে৷ ব্যথা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যেতে পারে৷ অনেকসময় বিয়ের পর এই ব্যাথা থাকে না বললেই চলে।

    কারণ
    * মাসিক সম্পর্কে ভুল ধারণা
    * ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের মধ্যে সঠিক ভারসাম্যের অভাবে
    * প্রজেস্টেরন হরমোন বেড়ে গেলে
    * কোনও কারণে জরায়ুর মধ্যে স্রাবের রক্ত জমাট বেঁধে গেলে ও জরায়ু বারেবারে সংকুচিত হতে থাকলে
    * রক্তস্বল্পতা
    * রুগ্ন ও দুর্বল (উচ্চতার তুলনায় ওজন কম হলে )
    * মনের দিক থেকে অত্যন্ত দুর্বল, স্পর্শকাতর, ভাবপ্রবণ, যারা সবকিছুতেই বিরক্ত বোধ করে
    * খুব বেশি আদরের বা অবহেলার মেয়ে হলে
    * মানসিক দুশ্চিন্তা

    লক্ষণ
    * ঋতুস্রাব শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে থেকে ব্যথা হয়
    * তলপেটে প্রচণ্ড ব্যথা
    * বমিবমি ভাব
    * মাথা ঘোরা, মাথা ব্যথা
    * ঘন ঘন প্রস্রাব বা পায়খানা হতে পারে
    * কখনো কখনো দুই উরু পর্যন্ত ব্যথা হতে পারে
    * অনিদ্রা
    * অস্বস্তি

    পরামর্শ
    * মাসিক সম্পর্কে সঠিক ধারণা নেওয়া
    * শারীরিক ও মানসিক সুস্থতা
    * কোষ্ঠকাঠিন্য দূর করা
    * উচ্চতার তুলনায় ওজন কম হলে পুষ্টিকর খাবার গ্রহণ
    * নিয়মিত ব্যয়াম করা
    * দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা
    * গরম পানিতে গোসল করা
    * ব্যাথা বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল জাতীয় পেইন কিলার খাওয়া যেতে পারে।
    * অনেক সময় জন্মনিয়ন্ত্রন পিল খেলে ডিসমেনোরিয়া দূর হয়ে যায়। তবে তা খেতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী।

    চিকিৎসা
    যদি সহ্যের বাইরে চলে যায়, তবে স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগযোগ করা উচিত৷

    Professor Answered on June 13, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.