যে কোনো মানুষের নিকট অতি প্রিয় হয়ে উঠব কিভাবে?
যে কোনো মানুষের নিকট অতি প্রিয় হয়ে উঠব কিভাবে?
Add Comment
- মানুষকে আন্তরিকভাবে প্রশংসা করুন।
- মানুষকে গুরুত্ব দিন।
- কথা বলার সময় মানুষকে গুরুত্ব দিয়ে কথা বলুন।
- মানুষকে যথাযথ সম্মান দিন।
- মানুষের নাম ধরে সম্বোধন করুন।
- মানুষকে অনুপ্রাণিত করুন।
- মানুষের সাথে সহমত পোষণ করুন।
- কেউ সফল হলে তাকে অভিনন্দন জানান।
- মানুষের সাথে কথা বলুন সরলতার সাথে।
- কথাবার্তায় ব্যক্তিত্ব বজায় রাখুন।
- পেছনে সমালোচনা করা থেকে বিরত থাকুন;সমালোচনা করুন সামনাসামনি।
- কথা বলুন- চোখে চোখ রেখে।
- ইতিবাচক আলাপ করুন।