যে ভুলগুলোর জন্য প্রচন্ড আফসোস করতে হয়?
যে ভুলগুলোর জন্য প্রচন্ড আফসোস করতে হয়?
Add Comment
আপনি যত তাড়াতাড়ি বাস্তবতা বুঝতে পারবেন, ততই আপনার সমৃদ্ধি ত্বরান্বিত হবে। বাস্তবতাকে কম জানার জন্য যে ভুলগুলো আমরা প্রায় করে থাকি এবং যে গুলোর জন্য আমাদের সব থেকে বেশি আফসোস করতে হয়, তা হল:
👉 যেকোনো বিষয়কে নিয়ে অতিরিক্ত চিন্তা করা।
👉 গড় মাসি করা (ইচ্ছাকৃতভাবে কাজকে না করা)
👉 অন্যরা কি বলছে আমার সম্পর্কে, সেটা নিয়ে ভাবা।
👉 অতিরিক্ত আরাম প্রিয় হওয়া।
👉 অর্থনৈতিক মুক্তির জন্য 25 বছরের মধ্যে, বিনিয়োগ না শুরু করা।
👉 অর্থ উপার্জনের জন্য একটি রাস্তার উপর নির্ভর করে থাকা।
সমাজের 80% মানুষজনদের কে উপরের ভুলগুলো করতে দেখা যায়, কারণ এগুলো নিয়ে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় তেমন চর্চা হয় না।