রক্তে ALT (SGPT) 55 করনীয় কি?
রক্তে ALT (SGPT) 55 করনীয় কি?
Add Comment
সাধারণত এসজিপিটির মাত্রা সাত থেকে ৫৬ ইউনিট/লিটার হল স্বাভাবিক । চিকিৎসকরা ৪০-এর নীচে রাখার পরামর্শ দেন।
- আপনি প্রতিদিন কমপক্ষে দুইগ্লাস লেবুর শরবত খাবেন। এক কাপ পানিতে সামান্য হলুদ মিশিয়ে পানি ফুটান, তারপর সেই পানি প্রতিদিন একবার করে পান করবেন।
- একই পদ্ধতিতে পানিতে আদা কুচি ফুটান এবং দুইবেলা পান করুন।
- প্রতিদিন কমপক্ষে একটি করে শসা খান।
- ওজন নিয়ন্ত্রণে রাখুন।
- দৈনিক ৩০মিনিট ব্যায়াম করবেন বা হাটবেন।