রমজানে দিনের বেলা কারো যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা ভেঙে যাবে?
রমজানে দিনের বেলা কারো যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা ভেঙে যাবে?
Add Comment
না। স্বপ্নদোষের কারণে রোজা ভাঙে না। হাদিসে আছে, আবু সাঈদ খুদরী (রা.) বলেন, নবী করিম (সা.) বলেছেন, তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়- বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ।
[সুনানে কুবরা, বাইহাকী ৪/২৬৪; আদ্দুররুল মুখতার ২/৩৯৬]