রমজান মাসে ফিতরা দিতে হয় কিন্তু কি হিসাবে প্রতিটি ফিতরার মুল্যমান নির্ধারন করা হয় জানেন কি ?
রমজান মাসে ফিতরা দিতে হয় কিন্তু কি হিসাবে প্রতিটি ফিতরার মুল্যমান নির্ধারন করা হয় জানেন কি ?
Add Comment
সদকাতুল ফিতরার পরিমান অর্ধ সা’ আটা, অর্ধ সা’ বলতে ১ সের সাড়ে ১২ ছটাক বুঝানো হয়েছে, যা গ্রাম হিসাবে ১৬৫৭ গ্রাম (প্রায়) হয়। যাদের উপর ছদকাতুল ফিতর ওয়াজিব অর্থাৎ ঈদের দিন ছুব্হে ছাদিকের সময় যাদের নিকট নিছাব পরিমাণ (সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা এর সমপরিমাণ মূল্য যা বর্তমানে ৭৫৮ টাকা তোলা হিসেবে ৩৯,৭৯৫ টাকা) সম্পদ থাকে, তাদের প্রত্যেককেই উল্লিখিত ১ সের সাড়ে ১২ ছটাক বা ১৬৫৭ গ্রাম আটা বা তার মূল্য দান করতে হয়। গম বা আটা ১ কেজি ৬৫০ গ্রাম অথবা খেঁজুর, কিসমিস বা পনির যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। এ সব পণ্যের বাজার মূল্য হিসাব করে এবার ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৬৫ টাকা থেকে ২ হাজার টাকা।