রাইনোপ্লাস্টি কি?
রাইনোপ্লাস্টি হল নাকের প্লাস্টিক সার্জারি। এছাড়া ভেতর থেকে নাকের যদি কোনো সমস্যা থাকে এটা ঠিক করা হয়।
রাইনোপ্লাস্টি অপারেশন দু’ভাবে করা যায়, ওপেন এবং ক্লোজ। বেশির ভাগ অপারেশন ওপেন পদ্ধতিতে করা হয়।সাধারণত ছোট অপারেশনের ক্ষেত্রে ক্লোজ পদ্ধতি অনুসরণ করা হয়।সাধারণত নাকের তরুণাস্থিটি এমনভাবে স্থাপন করা হয় যাতে নাকের দেবে যাওয়া অংশ উপরে উঠে আসে এবং নাকের স্বাভাবিকতা ফিরে আসে। পাশাপাশি খেয়াল রাখা হয়, রোগীর শ্বাস-প্রশ্বাসে যেন কোন সমস্যা না হয়। এই অপারেশন করা হয় নাকের সামনের অংশকে তুলে নিয়ে, একেই ওপেন রাইনোপ্লাস্টি বলে।