রাউটার থেকে স্মার্টফোনে সর্বোচ্চ টানা কতক্ষণ ইন্টারনেট ইউজ করা যেতে পারে?
রাউটার থেকে স্মার্টফোনে সর্বোচ্চ টানা কতক্ষণ ইন্টারনেট ইউজ করা যেতে পারে?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রায় সব ইলেক্ট্রনিক ডিভাইসের মত ওয়াই-ফাই রাউটারও চার্জ, বড় সাইজের ডাটা ট্রান্সফার বা দীর্ঘ সময় ব্যবহারে গরম হয়ে যেতে পারে। স্বাভাবিক পরিবেশে (Room Temperature) এটাকে সাধারণ প্রবণতা হিসাবেই ধরা হয়। আপনি আপনার ডিভাইসটি খোলামেলা পরিবেশে সেট করার চেষ্টা করুন। আর কোন কারণে তাপমাত্রা একটি নির্দিষ্ট লেভেলের চেয়ে বেশি হয়ে গেলে এ ধরণের ডিভাইস সাধারণত অটোমেটিক শাট ডাউন হয়ে যায়। তাই আমার মনে হয় এ নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। আপনি যে মডেলের রাউটারের কথা উল্লেখ করেছেন, সেগুলোতে চার্জিং টাইম ২ ঘন্টা। তবে একই সাথে চার্জ দেয়া এবং ডিভাইস ব্যবহার করতে থাকলে চার্জিং টাইম কিছুটা কম বেশি হতে পারে। আর একবার ফুল চার্জে ভালো সিগন্যাল পেলে এই ডিভাইসটি ৫ ঘন্টা ব্যবহার করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য Citycell এবং Huawei এর ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন।