রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কী?
রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কী?
প্রশ্নটিকে ঘুরিয়ে উত্তর দিতে চাই। আমি রাগ আর অভিমানের মধ্যে মিল কোথায় সে উত্তর খোঁজার চেষ্টা করছি।
সাধারণভাবে, রাগ আর অভিমান ভিন্ন দুটি মানসিক অনুভুতি। এক কথায় রাগের সাথে হিংসাত্মক বা নেতিবাচক মনোভাব জড়িত থাকে। রাগ হলে মানুষ নেতিবাচক কাজে প্রলুব্ধ হয় স্বাভাবিকভাবে। অন্যদের ওপর রেগে আমরা মেজাজ হারাতে পারি। আবার যেকোনো বিরক্তিতেও আমরা রেগে যেতে পারি। যেমন বলি, ওমুক শিক্ষক রাগী। এখানে যে শিক্ষকের কথা বলছি, তিনি হয়তো রেগে গেলে বেত্রাঘাত করেন, সে প্রেক্ষিত বলা হচ্ছে।
আর অন্য দিকে, অভিমান রাগের চেয়ে বেশি শক্তিশালী। তবে অভিমানের সঙ্গে বিরক্তির সম্পর্ক কম। অভিমানের সঙ্গে অধিকার বলে একটি ব্যাপার থাকে। যার উপর অধিকার আছে তার সাথেই শুধু অভিমান করা যায়।
সবার ওপর কি অভিমান করা যায়? কিন্তু সবার ওপর রাগ করা যায়।
শতাংশ ভাগে মাত্র ১০শতাংশ মানুষের ওপর আমরা অভিমান দেখাই, আর ৯০ ভাগের ওপর রাগ প্রকাশ করি।
আরেক জায়গায় পড়লাম, ইংরেজিতে নাকি অভিমান ব্যাপারটিই নেই! রোমিও জুলিয়েটকে না পেয়ে হতাশায় বিষপানে আত্মহত্যা করে। বাংলা কিংবা ভারতবর্ষের রোমিও হয়তো জুলিয়েটকে না পেয়ে অভিমানে আত্মহত্যা করতেন!