রাগ নিয়ন্ত্রন করার উপায় কি? এই বেপারে কি কনো হাদিস বর্নিত আছে?
- রাগ নিয়ন্ত্রন করার উপায় কি? এই বেপারে কি কনো হাদিস বর্নিত আছে?
Add Comment
সুলাইমান ইবনু সুরাদ (রা) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নাবী (সা) এর সঙ্গে বসেছিলাম। তখন দু’জন লোক গালাগালি করছিল। তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছিলে এবংতার রগগুলো ফুলে গিয়েছিল। তখন নাবী (সা) বললেন, আমি এমন একটি দু’আ জানি, যদি এ লোকটি তা পড়ে, তবে তার রাগ দূর হয়ে যাবে।সে যদি পড়ে ‘আউযুবিল্লাহি মিনাশ শায়ত্বনির রজীম [আমি বিতাড়িত শয়ত্বান হতে আল্লাহ্র নিকট আশ্রয় চাই], তবে তার রাগ চলে যাবে। তখন তাকে সাহবীগণ বললেন, নাবী করীম (সা) বলেছেন, তুমি আল্লাহ্র নিকট শয়তান হতে আশ্রয় চাও।
সহীহ আল-বুখারী, হাদীস ৩২৮২