রাতে নখ কাটা যায় না কেন?
রাতে নখ কাটা যায় না এই কথাটি একটি কুসংস্কার। তবে খেয়াল করে দেখবেন বিভিন্ন কুসংস্কারগুলো মানুষের কল্যাণার্থেই আবিষ্কৃত হয়েছে। এই যেমন ধরুন বলা হয়ে থাকে যে রাতে সুঁই দিয়ে কাজ করা হয় না বা নখ কাটা হয় না। এর ব্যাখ্যায় বলা যায় হয়ত অন্ধকারে যেকোনো ধরনের অঘটন ঘটতে পারে বলেই এই ধরনের কথা বলা হয়েছে।