রাত জাগলেই আমার যৌন চাহিদা বেড়ে যায়, এটি কেন হয়?
রাত জাগলেই আমার যৌন চাহিদা বেড়ে যায়, এটি কেন হয়?
Add Comment
রাত জাগলেই যে শারীরিক চাহিদা বাড়ে কথাটি পুরোপুরি ঠিক না কারণ খেয়াল করে দেখুন শারীরিক চাহিদার বিষয়টি আপনার রাত জাগার সাথে জড়িত নয় বরং তা আপনার চিন্তার সাথে জড়িত। আপনি যখনই শরীরের বিভিন্ন চাহিদা সম্পর্কে ভাবতে থাকেন তখনই আপনার শরীরর সেই বিষয়গুলো চাইতে শুরু করে। আর চিন্তার বিষয়গুলো রাতেই বেশি আসে কারণ রাতে আমাদের শরীর ক্লান্ত থাকে আর চিন্তা করার মত যথেষ্ট সময় পেয়ে থাকি। তাই আপনার মনে হতে পারে যে রাত জাগলেই আপনি শারীরিক চাহিদা অনুভব করছেন।