রাষ্ট্র পরিচালনার মূল দলিল বলা হয় কাকে?
রাষ্ট্র পরিচালনার মূল দলিল বলা হয় কাকে?
Add Comment
রাষ্ট্র পরিচালনারমূল দলিল বলা হয় সংবিধানকে।একটি ভবন ইমারত যেমন এর নকশা দেখে তৈরি করা হয়,তেমনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়।সরকার কেমন হবে,নাগরিক হিসেবে আমরা কী ধরনের অধিকার ভোগ করব,সরকারের বিভিন্ন অঙ্গসংস্থাকী ক্ষমতা ভোগ করবে,নাগরিকরা রাষ্ট্রের অধিকার ভোগের পাশাপাশি কী কর্তব্য পালন করবে তার সবকিছুই এতে লিপিবদ্ধ থাকে।আর এজন্যই সংবিধানকে রাষ্ট্র পরিচালনার মূল দলিল বলা হয়।