রূপচর্চার ক্ষেত্রে কি কাঁচা হলুদের পরিবর্তে শুকনো হলুদের গুড়া ব্যবহার করা যাবে?
রূপচর্চার ক্ষেত্রে কি কাঁচা হলুদের পরিবর্তে শুকনো হলুদের গুড়া ব্যাবহার করা যাবে? আর এটি কি কাঁচা হলুদের মত সমান কাজ করবে?
Add Comment
কাঁচা বা শুকনো কোন হলুদই সরাসরি ত্বকে প্রয়োগ করা ঠিক না। তবে আজকাল বিশ্বজুড়ে হলুদগুঁড়া ব্যবহার হয়ে আসছে , গায়ে হলুদসহ বিভিন্ন অনুষ্ঠানে। তবে কাঁচা হলুদ সব জায়গায় পাওয়া যায় না। ভাল ব্র্যান্ডের হলুদগুঁড়া হলে ক্ষতি হবার সম্ভাবনা নেই। কারণ হলুদের পুষ্টি বজায় থাকে এমন উপায়ে হলুদকে ধোয়া, সিদ্ধ করা এবং প্রয়োজনীয় আদ্রতা রেখে গুঁড়া করা হয়। প্যাক বানাতে আমি নিজেই হলুদগুঁড়া ব্যবহার করেছি। কোন সমস্যা হয় নি। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
সুলতানা পারভীন
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পাবনা সদর ,পাবনা।