রূপচর্চায় শশা কি কি কাজে ব্যবহার করা হয়?

রূপচর্চায় শশা কি কি কাজে ব্যবহার করা হয়?

Add Comment
1 Answer(s)

    শশাকে আমরা কে না চিনি। শশা এমন একটি সবজি যা আমরা সরাসরি সালাদ হিসাবে কিংবা তরকারীতে গ্রহন করতে পারি।

    সৌন্দর্য্য পিয়াসী সকল নারীই শশার গুণ সম্পর্কে কিছুটা হলেও জানেন। ডায়েট করা, মেদ কমানো, রূপ চর্চা যেখানেই বলেন সব কিছুতেই শশার ভূমিকা অত্যাধিক।rupcare_cucumber2

    সৌন্দর্য্যচর্চায় শশার ভূমিকা:

    প্রথমে আমরা সালাদ প্রসঙ্গে বলি। নিয়মিত সালাদ খাওয়া সকলের জন্যই স্বাস্থ্যকর। বেশি পরিমাণে শশা খেলে মেদ ভুড়ি কমে যায়। শশা আমাদের শরীরের বাড়তি চর্বিকে বার্ন করে। ফলে শারীরিক ফিটনেস থাকে সুন্দর ও আকর্ষণীয়।

    এবার আসুন কিভাবে শশাকে আমরা ত্বকে ব্যবহার করব তা জেনে নিই
    শশা থিতো করে শশার রসটি ছেকে নিতে হবে। তারপর এই রসের সাথে কয়েক ফোটা গোলাপজল মেশাতে হবে। এবার তৈরিকৃত এই মিশ্রণটি আপনি টোনার হিসেবে আপনার ত্বকে ব্যবহার করতে পারেন।

    rupcare_cucumber3

    চোখের ডার্ক সার্কেল দূর করতে শশা বিশেষ ভুমিকা পালন করে। শশা গোল করে কেটে আপনি চোখের উপর দিয়ে শুয়ে থাকুন। দেখবেন আপনার চোখের কত প্রশান্তি অনুভব হবে।rupcare_cucumber4

    এছাড়া আপনি শশা থিতো করে নিয়ে চোখের উপর পাতলা কাপড় অথবা তুলা দিয়ে তার উপর দিন। এভাবে নিয়মিত ব্যবহারে আপনার চোখের ডার্ক সার্কেল দূর হয়ে যাবে।

    আমাদের সবার পরিচিত এই শশা রূপচর্চায় বিশেষ ভুমিকা পালন করে। আসুন আমরা সবাই শশার এই গুন সমূহকে কাজে লাগিয়ে হয়ে উঠি সুন্দর ও আকর্ষনীয়।

    Professor Answered on June 5, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.