রোজার মাকরুহ হয় এমন কাজসমূহ কি কি ?

রোজার মাকরুহ হয় এমন কাজসমূহ কি কি ?

Add Comment
1 Answer(s)

    রোজার মাকরুহ কাজসমূহ
    ০১. অনাবশ্যক কোনো জিনিস চিবানো
    ০২. কোনো দ্রব্য মুখে দিয়ে রাখা
    ০৩. গড়গড় করা বা নাকের ভেতর পানি টেনে নেয়া কিন্তু পানি যদি নাক দিয়ে গলায় পৌঁছে যায়, তাহলে রোজা ভেঙে যাবে
    ০৪. ইচ্ছাকৃত মুখে থুথু জমা করে গলাধঃকরণ করা
    ০৫. গীবত, গালা-গালি ও ঝগড়া-ফাসাদ করা। কেউ গায়ে পড়ে ঝগড়া-ফাসাদ করতে এলে বলবে, আমি রোজাদার তোমাকে প্রত্যুত্থর দিতে অক্ষম
    ০৬. সাড়া দিন নাপাক অবস্থায় থাকা। এটি অত্যন্ত গুনাহের কাজ
    ০৭. অস্থিরতা ও কাতরতা প্রকাশ করা
    ০৮. কয়লা চিবিয়ে অথবা পাউডার, পেস্ট ও মাজন ইত্যাদি দ্বারা দাঁত পরিষ্কার করা
    ০৯. গুল লাগানো। তবে শর্ত থাকে যে, যদি গুল থুথুর সঙ্গে গলার ভেতর চলে যায় তবে রোজা ভেঙে যাবে।
    ১০. গিবত বা পরনিন্দা করা।
    ১১. মিথ্যা কথা বলা।
    ১২. ঝগড়া-বিবাদ করা।
    ১৩. যৌন উদ্দীপক গান শুনলা।
    ১৪. নাচ, গান, সিনেমা দেখা।
    ১৫. রোজা অবস্থায় কোনো বস্তুর স্বাদ গ্রহণ করলে (যেমন_জিহ্বার ওপর দিয়ে লবণ, মরিচ ইত্যাদি পরীক্ষা করলে)। অবশ্য বিশেষ প্রয়োজনে তা বৈধ।
    ১৬. নিজের ওপর আস্থা না থাকা অবস্থায় স্বামী কর্তৃক স্ত্রীকে চুমু দিলে (অনুরূপভাবে স্ত্রী কর্তৃক স্বামীকে)।
    ১৭. হারাম দ্রব্য দ্বারা ইফতার করলে।

    Professor Answered on July 3, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.