রোজায় ফরয গোসল কিভাবে করতে হবে?
রোজায় ফরয গোসল কিভাবে করতে হবে?
Add Comment
সিয়াম অবস্থায় কোনভাবেই গড়্গড়া সহ কুলি করা যাবেনা। তাই সিয়াম অবস্থায় একান্ত ফরয গোসল করতে হলে, গড়্গড়া ছাড়া বাকি অন্য সময়ের মতোই গোসল সম্পাদন করাই শরয়ী বিধান। উল্লেখ্য যে, সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম।