রোজা রেখে রক্ত দিলে কোন সমস্যা হবে কি?

রোজা রেখে রক্ত দিলে কোন সমস্যা হবে কি? বৈজ্ঞানিক ও ধর্মীয় উভয় দিক থেকেই যুক্তি চাই।

Add Comment
1 Answer(s)

    রোজা অবস্থায় রক্তদান করলে রোজা মাকরুহ হয় |
    যেসব কারণে ,রোজা ভাঙে না,রোজা মাকরুহ হয় ,রোজা ভাঙে সকল বিষয় নিচে দেওয়া হলো |
    যেসব কারণে রোজা মাকরুহ হয়
    ১. বিনা প্রয়োজনে কোনো কিছু চিবালে। ২. তরকারির লবণ টেস্ট করে ফেলে দিলে। ৩. মাজন, কয়লা, গুল বা পেস্ট দিয়ে দাঁত মাজলে। (তবে সামান্য ভেতরে গেলেও রোজা ভেঙে যাবে) ৪. রাতে ফরজ হওয়া গোসলসহ সারাদিন অতিবাহিত করলে। ৫. রোজা অবস্থায় রক্তদান করলে। ৬. পরনিন্দা, কুৎসা, অনর্থক কথা ও মিথ্যা বললে। ৭. ঝগড়া, ফাসাদ ও গালমন্দ করলে। ৮. ক্ষুধা ও পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করলে। ৯. মুখে থুথু জমা করে গিলে ফেললে। ১০. স্ত্রীকে কামভাবের সঙ্গে স্পর্শ করলে। ১১. মুখে কিছু চিবিয়ে শিশুকে খাওয়ালে। ১২. লিপস্টিক লাগালে (যদি তা ভেতরে যাওয়ার আশঙ্কা থাকে।) ১৩. বুটের কণার চেয়ে ছোট কিছু দাঁতের ফাঁক থেকে বের করে গিলে ফেললে।
    রোজা ভঙের কারণ:
    স্ত্রী সহবাস : রোজাদার যদি রমাযানের দিনে স্ত্রী সহবাসে লিপ্ত হয় তবে সে রোজা কাযা আদায়সহ জটিল কাফ্ফারা আদায় করতে হবে। আর তা হলো : একটি গোলাম আজাদ করা, যদি সামর্থ্য না থাকে তবে ধারাবাহিক দুই মাস (মাঝে বিরতি ছাড়া) রোজা রাখতে হবে আর যদি তার সামর্থ্য না থাকে তবে ৬০ জন মিসকীনকে খাওয়াতে হবে।
    বীর্যপাত : জাগ্রতাবস্থায় হস্ত মৈথুন, স্ত্রীর সাথে মেলামেশা করা, চুমো দেয়া, স্পর্শ করা অথবা অন্য কোন কারণে বীর্যপাত হলে রোজা বিনষ্ট হয়ে যাবে।
    পানাহার : উপকারী বা ক্ষতিকারক ( যেমন ধূমপান) কোন কিছু পানাহারে রোজা ভেঙে যায়।
    ইনজেকশন যোগে খাদ্যের সম্পূরক খাদ্য জাতীয় কোন কিছু প্রয়োগ করলে। কিন্তু তা যদি খাদ্যের সম্পূরক না হয় তবে শরীরের যেখানেই প্রয়োগ করা হোক যদিও তার স্বাদ গলায় অনুভূত হয় রোজা নষ্ট হবে না।
    ইনজেকশন যোগে রক্ত প্রয়োগ : যেমন রোজাদারের যদি রক্ত শূন্যতা দেখা দেয় আর তার ফলে ইন্জেকশন প্রয়োগে রক্ত প্রবেশ করান হয় তবে রোজা নষ্ট হয়ে যাবে।
    মাসিক ঋতু স্রাব ও সন্তান প্রসব জনিত স্রাব।
    শিংগা বা এ জাতীয় কিছু লাগিয়ে রক্ত বের করা, তবে যদি রক্ত স্বাভাবিকভাবে যেমন নাক থেকে রক্তক্ষরণ বা দাঁত উঠানোর ফলে বা এ ধরনের অন্য কারণে বের হয় তবে রোযা বিনষ্ট হবে না।
    বমি করলে : ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা নষ্ট হবে কিন্তু অনিচ্ছায় বমি করলে রোজা নষ্ট হবে না।
    যেসব কারণে রোজা ভাঙে না
    ১. ভুলে কিছু খেলে বা পান করলে। ২. অনিচ্ছাকৃত বমি করলে।

    Professor Answered on June 19, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.