রোদে গেলে আমার প্রচন্ড মাথাব্যথা করে, এটি কী ধরনের মাথাব্যথা?
রোদে গেলে আমার প্রচন্ড মাথাব্যথা করে, এটি কী ধরনের মাথাব্যথা?
Add Comment
রোদে যাওয়ার ফলে প্রচন্ড মাথাব্যথা হওয়া মূলত মাইগ্রেনের লক্ষণ। যাদের মাইগ্রেনের সমস্যা থাকে তারা রোদ এবং আলো সহ্য করতে পারেন না।
মাথার একপাশে ব্যথা এবং ব্যথার সাথে বমি বমি ভাবও হয় যাকে মাইগ্রেন বলা হয়ে থাকে৷ স্নায়ুকোষের প্রদাহ মাইগ্রেনের কারণ হয়ে থাকে৷ একপাশে ব্যথা এবং যা কয়েক ঘণ্টা তো থাকেই৷ আবার অনেক সময় আস্তে আস্তে বেড়ে তিনদিনও স্থায়ী৷ ডাক্তাররা বলেন, মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশের মধ্যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় ব্যাঘাতই এর প্রধান কারণ৷
এই ক্ষেত্রে ক্যালসিয়াম এবং মৃগী রোগের ওষুধ কিছুটা কাজে লাগতে পারে৷ এছাড়া নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম, করা যেতে পারে৷ উচ্চ রক্তচাপ আছে কিনা লক্ষ্য রাখা প্রয়োজন৷ তাছাড়া বমি ভাবের জন্য আলাদা ওষুধ সেবন করা যেতে পারে৷ ধন্যবাদ