রোদে পোড়া ত্বকের যত্ন কীভাবে নিতে হয়?
শীতকালে সবাই কালো হয়ে যায় বেশি। কেননা এ ঋতুতে বেশি রোদে পোড়া হয়। কিন্তু এর ফলে ত্বকে এক ধরনের পোড়ার দাগ হয়ে যায়। এই রোদে পোড়া ত্বকের যত্ন কীভাবে নিতে হয়?
রোদের তাপ ও বাইরের ধূলাবালিতে ত্বকে কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়। কিন্তু আপনি যদি ত্বকের একটু যত্ন নিন তাহলে ত্বক রোদে পুড়লেও ত্বক থাকবে সুন্দর।
লেবুর রস ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে রোদে পোড়া ত্বকে ১০ থেকে ১৫মিনিট ম্যাসাজ করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবুর রসের সাইট্রিক এসিড রোদে পোড়া দাগ দূর করবে।
মধু এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে ১০ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে ত্বকের পোড়া দাগ দূর করে ত্বককে আরও উজ্জ্বল করে তুলবে।
কাঁচা দুধ, কাঁচা হলুদ বাটা এবং লেবুর রস মিশিয়ে পেস্টের মতো করে ত্বকে লাগিয়ে রাখুন। এরপর শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
যব বা গমের আটার সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। যব বা গমের আটা মরা বা শুষ্ক চামড়া পরিষ্কারের কাজ করবে আর দুধ ত্বককে মসৃণ করে তুলবে।
অ্যালোভেরা ও টমেটোর রস ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। অ্যালোভেরার রস ও টমেটোর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
আপনি চাইলে প্রতিদিন একবার করে এসব উপাদান ব্যবহার করতে পারবেন।