রোদে পোড়া দাগ দূর করব কীভাবে?
রোদে পোড়া দাগ দূর করব কীভাবে?
Add Comment
রোদে পোড়া দাগ দূর করতে ব্যবহার করতে পারেন আলু। কাঁচা আলু পাতলা স্লাইড করে কেটে ত্বকে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখলে রোদে পোড়া দাগ দূর হয়। আলু ছেঁচা রসও এ ক্ষেত্রে কার্যকর ভুমিকা পালন করে। এছাড়াও শসা বেটে ত্বকে লাগালেও রোদে পোড়া দাগ দূর হয়ে যায়। গ্রীন-টিতে পাতলা কাপড় ভিজিয়ে, সেই কাপড় পোড়া ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন, পোড়া দাগ একেবারেই দূর হয়ে যাবে। টমেটো ব্লেন্ড করে ত্বকে ম্যাসেজ করেও পোড়া দাগ দূর করতে পারেন। কত দিনে এই দাগ দূর হবে তার নির্দিষ্টতা না থাকলেও, এভাবে আলু, শসা, গ্রীনটি ও টমেটো ব্যবহার করতে থাকলে খুব শীঘ্রই ত্বকের ওপর থেকে রোদে পোড়া দাগ দূর হয়ে যাবে।