লকস্ক্রিনে নোটিফিকেশন কি?
কাজ না করার সময় আমাদের মধ্যে অনেকেই হয়তো কম্পিউটার লক করে রাখি। কিন্তু প্রায়ই আবার বারবার লক খুলে দেখি ফেসবুকে বা চ্যাটে কেউ কোনো মেসেজ পাঠালো কি না, অথবা ইনবক্সে কোনো বার্তা এলো কি না। কাজটি যদি আপনার কাছে এতোদিন ঝামেলাদায়ক মনে হয়ে থাকে, তাহলে আরেকটি সুখবর আপনার জন্য। উইন্ডোজ ৮ স্ক্রিন লকড থাকা অবস্থায়ই যাবতীয় মেসেজ সংক্রান্ত নোটিফিকেশন দেখাবে। এতে করে আপনি এক দৃষ্টিতেই বুঝে নিতে পারবেন স্ক্রিন আনলক করার সময় হয়েছে কি না।