|
লাইলাতুল কদরে কোন দু’য়া পড়া উত্তম?
লাইলাতুল কদরে কোন দু’য়া পড়া উত্তম?
Add Comment
লাইলাতুল কদরে নিম্নের দু’য়াটি পড়া
উত্তম ।
‘আল্লা-হুম্মা ইন্নাকা ‘আফুব্বুন
তুহিববুল ‘আফওয়া ফা‘ফু ‘আন্নী’। অর্থ
: ‘হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, তুমি
ক্ষমা পসন্দ কর। অতএব আমাকে তুমি
ক্ষমা কর’।
( আহমাদ, ইবনু মাজাহ, তিরমিযী,
মিশকাত হা/২০৯১।)