লিকুদ পার্টির প্রতিষ্ঠাতা কে?
লিকুদ ইসরায়েলের অন্যতম প্রধান মধ্য-ডানপন্থী রাজনৈতিক দল।প্রাতিষ্ঠানিকভাবে এ দলটি লিকুদ-ন্যাশনাল লিবারেল মুভমেন্ট নামে পরিচিত। ধর্মনিরপেক্ষ দল হিসেবে ১৯৭৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। মেনাখেম বেগিন কয়েকটি ডানপন্থী ও উদারবাদী দলগুলোকে একত্রিত করে এ দল প্রতিষ্ঠা করেন।