লিচুর উপকারিতা কি?

    লিচুর উপকারিতা কি?

    Add Comment
    1 Answer(s)

      লিচুর উপকারিতা গুলি:

      • শরীরের কোলেস্টেরলের মাত্রা কমায় ।
      • চর্বি কমাতে সাহায্য করে ।
      • দেহ সুস্থ রাখ।
      • ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস করে।
      • হৃদরোগের ঝুঁকি কমায়।
      •  রক্ত চলাচল স্বাভাবিক রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
      • লিচুতে ফ্ল্যাভানয়েডস নামক উপাদান থাকে যা স্তন ক্যান্সার প্রতিরোধ করে।
      • কাশি কমায়।
      • শ্বাসনালীর প্রদাহ কমায় ।
      • ডায়াবেটিস কমা।
      • লিচুতে থাকা ভিটামিন সি জ্বরঠোসা, জিহ্বার ঘা, জিহ্বার চামড়া ছিলে যাওয়া রোগ প্রতিরোধ করে।
      • শারীরিক দুর্বলতা কমায়।
      • হজমে সহায়তা করে।
      • ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে।
      • কোষ্ঠকাঠিন্য রোধ করে।
      Professor Answered on July 22, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.