লিম্ফোমা কি?

    লিম্ফোমা কি?

    Add Comment
    1 Answer(s)

      লিম্ফোমা একধরণের ক্যান্সার। এ রোগ হলে দীর্ঘদিন ধরে জ্বর থাকে, খেতে ইচ্ছা করে না, ওজন কমে যায়। ঘাড়ে, বগলে, কুচকিতে গ্ল্যান্ড ফুলে যায়। পেটের প্লীহা ও লিভার বড় হতে পারে। রক্তের সিবিসি ও ব্লাড ফ্লিম পরীক্ষা করার পর গ্লান্ড কেটে হিস্টোপ্যাথলজি পরীক্ষা করা হয়। ইমিউনো হিস্টোকেমিস্ট্র করে লিম্ফোমা রোগের প্রকারভেদ, চিকিৎসার প্রকৃতি নির্ধারণ ও ফলাফল ধারণা করা যায়। লিম্ফোমা মূলত দুই প্রকারের যথাঃ ১). হজকিন্স লিম্ফোমা ও ২). নন হজকিন্স লিম্ফোমা। একজন ক্লিনিক্যাল হেমাটোলজিষ্ট (রক্তরোগ বিশেষজ্ঞ) এর তত্ত্বাবধানে রোগের ধরন অনুযায়ী পনের বা একুশ দিন পর পর কেমোথেরাপি নিতে হয়। প্রতি কেমোথেরাপি ৩০-৪০ হাজার , ৬০-৭০ হাজার কিংবা এরা চেয়েও বেশি দাম হতে পারে।

      লক্ষণ

      ১। যেমন-অবসাদ ও দুর্বলতা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় ইত্যাদি। ২। শরীরে ইনফেকশনের প্রবণতা বৃদ্ধি পায়,ফলে লাগাতার জ্বর থাকতে পারে। ৩। রক্তক্ষরণজনিত সমস্যা দেখা দেয়, যেমন নাক, দাঁতের মাড়ি, চোখ ও ত্বকে রক্তক্ষরণ এবং মাসিকের সময় বেশি রক্ত যাওয়া প্রভৃতি হতে পারে। ৪। শরীর বা হাড়ে ব্যথা, জয়েন্টে ব্যথা। ৫। লিভার ও স্পিলিন বড় হয়ে যাওয়া। ৬। গলায়, বগলে বা অন্যত্র লিম্ফনোড বড় হওয়া।

      Professor Answered on March 2, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.