লুঙ্গি পরার সুবিধা কী?
আধুনিক অনেক পুরুষই লুঙ্গি পরতে পছন্দ করেন না। তাদের কাছে শর্ট প্যান্ট বা থ্রি কোয়ার্টার প্যান্টই অনেক বেশি আরামদায়ক। কিন্তু লুঙ্গি হল বাঙালি পুরুষের বাঙালি ঐতিহ্য। সত্যি কথা বলতে এই লুঙ্গিরও রয়েছে বেশ কয়েকটি সুবিধার দিক। জেনে নিন সুবিধাগুলো কী কী।
লুঙ্গি পরার সুবিধা :
– অন্যান্য যেকোনো প্যান্টের তুলনায় অনেক বেশি আরামদায়ক। কেননা পিওর সুতি কাপড়ে তৈরি লুঙ্গি পরলে মনেই হবে যে আপনি গায়ে কিছু পরেছেন। এছাড়া নিচের অংশে ফাঁকা থাকে বলে স্বাভাবিক বাতাস চলাচলে বাধাপ্রাপ্ত হয় না ফলে গরমকালে বেশ সুবিধা পাওয়া যায়। তেমনি শীতকালেও এটি মাঝে মাঝে কাঁথার কাজে আসে।
– প্রায় প্রতিটি পুরুষেরই অভ্যাস কম সময়ে সুবিধাজনক উপায়ে মূত্র বিসর্জন করার। এদিক থেকে সব থেকে এগিয়ে লুঙ্গি। যেকোনো সময়ে, যেকোনো পরিস্থিতিতে এটি আপনাকে এই বিষয়ে সহায়তা করবে।
– প্রিয়জনের সাথে আবেগঘন সময়ে লুঙ্গি আপনার সময় বাঁচাতে সক্ষম।
– প্যান্টের মত এটি অনেক বেশি টাইট না। ফলে কোমরে কোনো ধরনের চাপ অনুভূত হয় না এই লুঙ্গি পরলে।
– লুঙ্গি ধোয়া এবং গোছানো প্যান্টের চেয়ে অনেক বেশি সুবিধাজনক।
– লুঙ্গি অন্যান্য প্যান্ট বা ট্রাউজারের তুলনায় দামে সস্তা।
– চলাফেরায় প্যান্টের তুলনায় বেশ সুবিধাজনক। ধন্যবাদ