লেখাপড়ায় মন বসে না, কী করতে পারি?

    লেখাপড়ায় মন বসে না, কী করতে পারি?

    Add Comment
    1 Answer(s)

      প্রতি সপ্তাহে একটি পাঠ পরিকল্পনা তৈরি করুন এবং পরের সপ্তাহে পরিকল্পনার কতটুকু বাস্তবায়িত হল তা নিজেই পর্যবেক্ষণ করুন।

      -ক্লাসে নিয়মত ও মনযোগী হয়ে উঠুন। আজকের পড়াশুনা কালকের জন্য ফেলে রাখবেন না। ক্লাসে শিক্ষকদের লেকচারে মনযোগী হন।

      -ক্লাস শিক্ষকদের প্রতিটি নোট লিপিবদ্ধ করে রাখুন। যেটা বুঝবেন না সেটা কালক্ষেপন না করে কারো কাছ থেকে সাহায্য নিয়ে বুঝে নিন।

      -পড়াশুনাকে নিয়মত অভ্যাসে পরিণত করুন। রুটিন তৈরি করুন, এবং কোনো কিছুই যেন আপনার রুটিন ভঙ্গ করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখুন।

      -পরীক্ষা পদ্ধতি সম্পর্কে সচ্ছ ধারণা রাখুন। পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো খেয়াল করে প্রশ্নের ধারা সম্পর্কে অবহিত হন।

      -শিক্ষকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন।

      -ঘোরাফেরা, মুভি দেখা, বা অন্য কোনো বিষয়ে আগ্রহ থাকলে, আপাতত তা বন্ধ রাখুন।
      ধন্যবাদ।

      Professor Answered on October 28, 2016.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.