“লোকে কী বলবে”এটা ভাবা ছাড়বো কিভাবে?
“লোকে কী বলবে”এটা ভাবা ছাড়বো কিভাবে?
Add Comment
- লজ্জা পাওয়া বন্ধ করে দিতে হবে।
- নিজের যা কিছু আছে,তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
- আত্মবিশ্বাসী এবং সাহসী হোন।
- সর্বদা ইতিবাচক চিন্তা করুন।
- হীনমন্যতা পরিহার করতে হবে।
- খুঁতখুঁতে স্বভাব থাকলে তা পরিহার করুন।
- মানুষকে খুব একটা পাত্তা দেয়া যাবে না।
- নিজেকে সবসময় সেরা ভাবুন।
- নিজেকে অন্যের সমকক্ষ ভাববেন না।
- অন্যের সাথে নিজেকে তুলনা করা যাবেনা।
- মনে রাখতে হবে যে আপনাকে নিয়ে কে কী ভাবছে আর আপনাকে কে কী বলছে,তাতে আপনার বিশেষ কিছু যায় আসে না।
- অন্যের দেখানো পথে না হেঁটে নিজের দেখানো পথে হাঁটুন।
- জীবনকে উপভোগের মানসিকতা তৈরি করুন।