লোশন ব্যবহার করে যোনি কালো হয়ে গেছে কালো ভাব দূর করার উপায় কি?
লোশন ব্যবহার করে যোনি কালো হয়ে গেছে কালো ভাব দূর করার উপায় কি?
Add Comment
হেয়ার রিমুভার ক্রিম এ মৃদু অ্যাসিড জাতীয় উপাদান ত্বকের উপরের চামড়া হালকা ভাবে পুড়ে ফেলে। যার জন্য ত্বক কালো হয়ে যায়। এজন্য ভালো মানের হেয়ার রিমুভার ক্রিম ব্যবহার করুন।
- মধু আর দইয়ের প্যাক ব্যবহার করতে পারেন।
- কমলার খোসা শুকিয়ে সেটির পাউডার ব্যবহার করলেও দূর হয়।
- ঠাণ্ডা দুধ আর ময়দা মিশিয়ে পেস্ট বানিয়ে সেটি আক্রান্ত স্থানে লাগিয়ে শুকিয়ে গেলে মৃদুভাবে তুলে ফেলুন।
- নারিকেল তেলের ভিটামিন ই উপাদান এই তেল কালো ভাবের জায়গায় ম্যাসাজ করে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।