লো প্রেশারের কয়েকটি ক্ষতিকর দিক জানতে চাই?
লো প্রেশারের কয়েকটি ক্ষতিকর দিক জানতে চাই?
Add Comment
কোন কোন রোগ থেকে লো-প্রেসার হতে পারে?
১. হার্টের রোগ
২. অ্যাডিসন্স ডিজিস (অ্যাড্রেনাল গ্রন্হির সমস্যা)
৩. ডি-হাইড্রেশন
৪. অ্যানিমিয়া
৫. তাপমাত্রার তারতম্যের জন্য
৬. বেশ কিছু ঔষুধের সাইড এফেক্ট যেমন হাই প্রেসারের ঔষুধের সাইড এফেক্ট-এ প্রেসার লো হয়ে যেতে পারে৷
৭. কারোর কারোর নার্ভের সমস্যা থেকে প্রেসার লো হয়ে যেতে পারে৷
লো-প্রেসার হলে কি কি সমস্যা হতে পারে?
১. বসা অবস্হা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে চোখে অন্ধকার লাগে৷ কারন তখন মস্তিষ্কের রক্ত সঞ্চালন বন্ধ থাকে৷
২. মাথা ঘোরা এবং বমিভাব
৩. ইউরিন কমে যাওয়া৷