লো প্রেসার কী? লো প্রেসার থাকলে কী করণীয়?
লো প্রেসার কী? লো প্রেসার থাকলে কী করণীয়?
Add Comment
সাধারণত সিস্টোলিক রক্তচাপ ৯০ মি.মি. মার্কারি ও ডায়াস্টোলিক রক্তচাপ ৬০ মি.মি. মার্কারির নিচে হলে তাকে নিম্ন রক্তচাপ বলা হয় বা লো প্রেসার বলা হয়।
লো প্রেসার হলে: ডিমের তৈরি খাবার খাবেন,গরুর কলিজা খাবেন সপ্তাহে দুইদিন,পনির খেতে পারেন।দুগ্ধ জাত খাবার খাবেন প্রতিদিন। জিরা খাবেন প্রতিটি তরকারী তে,পুইশাক অথবা লাল শাক খাবেন।আপেল খাবেন রোজ একটি করে কমপক্ষে।