ল্যাপটপ আর নোটবুকের মধ্যে পার্থক্য কী?
ল্যাপটপ আর নোটবুকের মধ্যে পার্থক্য কী?
Add Comment
আসলে ল্যাপটপ আর নোটবুক একই জিনিস। এগুলোর কোনো পার্থক্য নেই। যেমন ধরুন অ্যাপলের ল্যাপটপের নাম ম্যাকবুক, বেনকিউ তাদের উৎপাদিত ল্যাপটপকে বলে জয়বুক। তার মানে এই নয় যে ম্যাকবুক বা জয়বুক নতুন কোনো ধরনের মোবাইল কম্পিউটার। বাস্তবে মোবাইল কম্পিউটারগুলো শুধু উন্নত বিশ্বে নয়, এখন আমাদের দেশেও নোটবুক হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা আজ প্রায় সব ধরনের লেখাপড়ার কাজ ল্যাপটপ কম্পিউটারেই করতে পারছি, যা কিনা আগের খাতা কলমের বিকল্প হিসেবে। তাই অনেক ক্ষেত্রেই ল্যাপটপকে নোটবুক হিসেবে অভিহিত করা হয়।
তবে ল্যাপটপ নোটবুকের তুলনায় অনেক বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন এবং শক্তিশালীও। কিন্তু ল্যাপটপের তুলনায় নোটবুক ব্যাটারি ছাড়া অনেকক্ষণ ব্যবহার করা যায়। বিশেষ কিছু নোটবুক ল্যাপটপের চেয়ে ভালো কাজ করে।