শবে কদরে কত রাকাত নফল নামাজ পড়া উচিত?
শবে কদরে কত রাকাত নফল নামাজ পড়া উচিত?
Add Comment
শবে কদরে নফল নামায ন্যূনতম ১২ রাকাত থেকে যত
সম্ভব পড়া যেতে পারে। এ জন্য সাধারণ
সুন্নতের নিয়মে দুই রাকাত নফল পড়ছি। এ
নিয়তে নামাজ শুরু করে শেষ করতে হবে। এ
জন্য সূরা ফাতেহার সাথে আপনার জানা
যেকোনো সূরা মিলাইলেই চলবে। এ ছাড়া
সালাতুল তওবা, সালাতুল হাজত, সালাতুল
তাসবিহ নামাজও আপনি পড়তে পারেন।
রাতের শেষভাগে কমপে আট রাকাত
তাহাজ্জুদ পড়ার চেষ্টা আমরা অবশ্যই করব।
কারণ এ নামাজ সর্বশ্রেষ্ঠ নফল নামাজ।
আর রাতের এ অংশে দোয়া কবুল হয়।