শস্য পর্যায় প্রযুক্তির সুবিধাগুলো কী কী?
শস্য পর্যায় প্রযুক্তির সুবিধাগুলো কী কী?
Add Comment
একই জমিতে একই জাতের ফসল বার বার উৎপাদন না করে ভিন্ন ভিন্ন জাতের ফসল উৎপাদন করাই হচ্ছে শস্য পর্যায়।
শস্য পর্যায় প্রযুক্তির সুবিধাগুলো নিম্নরূপ:
১.শস্য পর্যায় প্রযুক্তি ব্যবহারে মাটির উর্বরতা সংরক্ষিত হয়।
২. মাটির পুষ্টি সমতা বজায় থাকে।
৩. আগাছা,রোগ ও পোকামাকর উপদ্রব কম হয়।
৪. পানির অপচয় কম হয় এবং ফসলের ফলন বাড়ে।