শামুক কি ক্ষতিকর কোনো প্রাণী?
আমাদের রান্নাঘরের বেসিন দিয়ে শামুক প্রবেশ করছে। বারবার তাড়িয়ে দেয়ার পরও আসছে। আমি জানতে চাই শামুক কি কোনো ক্ষতিকর প্রাণী? এর থেকে মুক্তির উপায় কী?
Add Comment
শামুক খুবই নিরীহ একটি প্রাণী। এটি কোনো ধরণের ক্ষতি করে না। তবে শামুকের সংস্পর্শে কিছু রোগ বালাই দেখা দিতে পারে। প্রাণঘাতী রোগের সংক্রমণ দেখা দিতে পারে পরজীবী ‘অ্যানজিওস্ট্রংইলাস ভ্যাসোরাম’ থেকে যা শামুকের মাধ্যমেই সংক্রমিত হয়। তবে এই প্রাণঘাতী রোগে কুকুর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো মানুষ এ রোগে আক্রান্ত হয়নি।
আপনি যে সমস্যাটির কথা বলছেন এটি আসলে নতুন কোনো সমস্যা না। আপনাদের রান্নাঘরের বেসিনের পাইপটি হয়তবা অনেক বেশি নোংরা হয়ে গেছে যার ফলে সেখানে শামুক বাসা বেঁধেছে। এর সমাধানে প্রথমত পাইপটি ভালোভাবে পরিস্কার করুন এবং প্রযোজনে বেসিনে কয়েকটি ন্যাপথলিন রেখে দিন। আশা করা যায় আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ