শাস্তিযোগ্য নরহত্যা কি?
The Penal Code, Section- 299
যদি কোন লোক মৃত্যু ঘটাবার উদ্দেশ্য নিয়ে কৃত কোন কার্য দ্বারা মৃত্যু ঘটায় বা যে দৈহিক জখম মৃত্যু ঘটাতে পারে, তেমন দৈহিক জখম ঘটিয়ে মৃত্যু ঘটায় অথবা যে কার্য দ্বারা মৃত্যু ঘটতে পারে বলে জানে, সেই কার্য সম্পাদন দ্বারা মৃত্যু ঘটায়,তবে সেই লোক শাস্তিযোগ্য নরহত্যার দোষে দোষী হবে।
উদাহরণঃ – ক, একটি কুপের মুখে আড়াআড়িভাবে বাশের কঞ্চি পেতে তার উপর ঘাস পাতা বিছিয়ে দেয়- এই উদ্দেশ্যে যে তাতে মৃত্যু ঘটতে পারে বা তাতে মৃত্যু ঘটতে পারে বলে জানা সত্তেও তা করে। চ, শক্ত মাটি মনে করে তার উপর দিয়ে চলতে গিয়ে কুপের ভিতরে পড়ে মারা যায়। এই ক্ষেত্রে ক শাস্তিযোগ্য নরহত্যার অপরাধ করেছে।
উদাহরণঃ – ক, একটি মুরগি হত্যা করে চুরি করার উদ্দেশ্যে গুলি বর্ষন করে, কিন্তূ গুলিবর্ষনের ফলে ঝোপের অপর পাশে থাকা খ এর মৃত্যু হয়। ক জানতনা যে খ অন্য পাশে আছে। এই ক্ষেত্রে ক যদিও একটি বেআইনি কাজ করছিল তবুও সে শাস্তিযোগ্য নরহত্যার দায়ে দায়ী হবেনা,কারণ সে খ, কে হত্যা করতে চায়নি বা এই কাজের ফলে খ মারা যাবে তাও সে জানতনা।
ব্যাখ্যা-১) যে লোক অসুস্থাতা, রোগ বা দৈহিক অপারগতায় ভুগছে, তার দৈহিক জখম করে মৃত্যু তরান্বিত করলে শাস্তিযোগ্য নরহত্যা হবে।
ব্যাখ্যা-২) যখন দৈহিক আঘাত বা জখমের কারনে মৃত্যু ঘটে, তখন যেই লোক অনুরুপ কার্য ঘটায়, সেই লোক মৃত্যু ঘটিয়েছে বলে বিবেচিত হবে। যদিও যথোচিত প্রতিকার ও সুনিপূন চিকিৎসার ফলে সেই মৃত্যু রোধ করা যেত।
ব্যাখ্যা-৩) মাতৃগর্ভে কোন শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়। কিন্তূ যদি কোন শিশুর দেহের কোন অংশ নিষ্ক্রান্ত করার পর জীবিত শিশুর মৃত্যু ঘটানো হয়,তবে তা শাস্তিযোগ্য নরহত্যা বলে গণ্য হবে,যদিও শিশুটি শ্বাসপ্রশ্বাস গ্রহণ না করে থাকে বা সম্পুর্নরুপে ভুমিষ্ট না হয়।