শিং ভাঙ্গা গরু বা মহিষ দিয়ে কি কোরবানি হবে?
শিং ভাঙ্গা গরু বা মহিষ দিয়ে কি কোরবানি হবে?
Add Comment
কান কাটা বা শিং ভাংগা এ
ত্রুটিযুক্ত পশুর কোরবানি মাকরূহ। তবে আদায় হয়ে যাবে। কারণ, এতে মাংসের কোন ক্ষতি বা কম হয় না এবং সাধারণত এমন ত্রুটি পশুর মধ্যে বেশী
পরিলক্ষিত হয়ে থাকে। কিন্তু যে পশুর জন্ম থেকেই শিং বা কান নেই তার দ্বারা কোরবানি মাকরূহ নয়। যেহেতু ভাঙ্গা বা কাটাতে পশুর রক্তাক্ত ও ক্লিষ্ট হয়; যা এক প্রকার রোগের মতো। কিন্তু জন্ম থেকে না থাকাটা এ ধরনের কোন রোগ নয়। অবশ্য পূর্ণাঙ্গ পশুই উত্তম।