শিক্ষামূলক ছোট একটি গল্প শোনাবেন কি?
শিক্ষামূলক ছোট একটি গল্প শোনাবেন কি?
এক যুবক ঘুড়ি উড়াতে খুব পছন্দ করতো। একদিন সে সাত রঙা একটি বিশাল ঘুড়ি বানিয়ে এক মাঠে গিয়ে সেটি উড়ালো। অল্প সময়ের মধ্যেই সুতো ছিঁড়ে ঘুড়িটি উড়ে গেল। কিন্তু যুবক নাছোড়বান্দা।
সেও ঘুড়ির পেছনে ছুটে প্রায় ২/৩ মাইল গিয়ে ঘুড়িটি নিয়ে এলো।
আবার পরের দিন সে ওই ঘুড়িটি উড়ালো কিন্তু এবারো ঘুড়িটির সুতো ছিঁড়ে গেল। সে আবারও ওই ঘুড়ির পেছনে কয়েক মাইল ছুটে ঘুড়িটি নিয়ে এলো।
ঠিক পরের দিনও একই ঘটনা ঘটলো অর্থাৎ ঘুড়ির সুতো ছিঁড়ে গেল এবং যুবকটি আবার ছুটতে লাগলো।
এক বৃদ্ধ লোক তিনদিন ধরে এই ঘটনাগুলো খেয়াল করেছিলো। সে পথিমধ্যে যুবক কে থামিয়ে বললো, “এই বোকা ছেলে, তোমার ঘুড়ি তোমার সুতোর সামর্থ্যের চেয়ে অনেক বড়। হয় তোমার ঘুড়ির আকার ছোট করো, নয় সুতো মোটা কর। নাহলে তোমাকে সারাজীবন এই সুতো ছেঁড়া ঘুড়ির পেছনেই ছুটতে হবে।”
এবার যুবক তার ভুল বুঝতে পেরে বাড়ি ফিরে গেল।
#নোট_: আমাদের অধিকাংশের স্বপ্নগুলোতে আর ওই যুবকের ঘুড়ির মধ্যে আদতে কোনো তফাৎ নেই। আমাদের সবার চাওয়াগুলো ওই ঘুড়ির মত রঙচঙে আর বিশাল। আর সামর্থ্য হল ওই সুতোর মতই চিকন আর ঠুনকো। তাই প্রতিনিয়ত আমাদের স্বপ্ন ভাঙে, আর আমরা কষ্ট পাই। তাই, হয় আমাদের স্বপ্ন দেখা কমাতে হবে, কিংবা স্বপ্নপূরণের সামর্থ্য বাড়াতে হবে। তা না হলে সবাইকে সারাজীবন ওই সুতো ছেঁড়া স্বপ্নের পেছনেই ছুটতে হবে।
#সংগৃহীত