ডায়াপার পরানোর আগে পেট্রলিয়াম জেলী বা গরমের দিনে পাউডার ছড়িয়ে দেবেন। সবচেয়ে বড় কথা , প্রাকৃতিক কাজ শেষ হবার পর পরই ভাল করে পানি দিয়ে সফট টাওয়েল দিয়ে পরিস্কার করে দেবেন। অথবা আজকাল যে বেবী ওয়াইপ্স পাওয়া যায় তা দিয়েও করতে পারেন। মনে রাখবেন, অপরিস্কার ডায়পারে রেশ হয় দ্রুত। তাই বেবীকে কষ্টের হাত থেকে বাঁচাতে দ্রুত পরিস্কার করে দেবেন। আর বাজারে ডায়পার র্যাশের ঔষধ পাওয়া যায়, যদি হয়েই যায় , দ্রুত পরিস্কার করে লাগাবেন আর কিছু সময় ডায়পার না পরিয়ে রাখবেন তখন।