শিশুর চুরির অভ্যাস ত্যাগ করাতে কী করতে পারি?
শিশুর চুরির অভ্যাস ত্যাগ করাতে কী করতে পারি?
হ্যাঁ, এখনই সময় তাকে বোঝানোর, নইলে পরবর্তীতে এটি অভ্যাসে পরিণত হতে পারে।
ক. ওর সাথে বসে চুরির খারাপ দিক সম্পর্কিত কোনো শিশুতোষ গল্প, কবিতা বা কারটটুন, মুভি পড়ুন বা দেখুন।কিংবা গল্পচ্ছলে আপনাদের নিজেদের ছোটবেলার কোনো চুরি সম্পর্কিত শিক্ষণীয় গল্প শেয়ার করুন।এমনভাবে বলবেন যাতে ও ভাবে কথাপ্রসঙ্গে গল্প হচ্ছে, ওকে বোঝানো হচ্ছে এমনটা যেন না হয়।
খ. আপনার ছেলে যদি কোনোদিন টাকা লুকিয়ে রেখেছে বুঝতে পারেন তাহলে সেদিন কিছু বলবেন না, ভান করবেন আপনি বুঝতে পারেননি। পরের দিন তার খাবার সময় সে যা খেতে পছন্দ করে তা না দিয়ে শুধু রুটি দিবেন খেতে বা এমন কিছু যা সকালের নাস্তাতে খেতে সে পছন্দ করে না। সে যদি বলে এসব খাবার কেন? তখন বলবেন আপনার টাকা হারিয়ে গেছে, তাই খাবার কেনার টাকা নাই। এমনকি আপনার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ারো টাকা নাই বলে ওকে স্কুলেও নিয়ে যাবেন না। ইলেকট্রিসিটির মেইন সুইচ বন্ধ করে দিয়ে বলবেন কারেন্টের লাইন কেটে দিয়েছে টাকা দিতে পারেননি বলে। একদিন টিভি কম্পিউটার স্কুল প্রিয় খাবার ছাড়া থাকবে, বুঝে যাবে টাকা চুরি করার কি ফল।
গ. বাচ্চার সাথে যার সম্পর্ক সবচেয়ে ফ্রেন্ডলি, তাকে দিয়ে বোঝান।
ঘ. তারপরও যদি স্বভাব না যায়, তাহলে তাকে কিছু ননা বলে তার সামনে একদিন মিথ্যামিথ্যি পুলিসে ফোন করার অভিনয় করেন।
ঙ. তার বন্ধুদের তার বাজে অভ্যাসের কথা বলে দেবেন বলেন। শিশুরা বন্ধুদের কাছে কখনো হিউমিলেটেড হতে চায়না। আমার স্বল্প বুদ্ধিতে সহজ সরল বাঁকা সব উপায় দিলাম। তবে কোনো চাইল্ড সাইকোলজিস্টের সাথে পরামর্শ করলে বোধহয় ভালো করবেন।